ফ্রিতে বানাই প্রফেশনাল ওয়েবসাইট (পর্ব ০১)
আমাদের অনেকের ইচ্ছা থাকে নিজের জন্য একটা ওয়েব সাইট বানানোর। যেখানে সে নিজের পছন্দের লেখা বা কাজ সংগ্রহ এবং প্রচার করতে পারবে। আবার অনেকে শখের বসে ওয়েবসাইট বানানো শিখতে চাই। তবে এই ইচ্ছা অবহেলিত হয় কয়েকটি বিশেষ কারণে , প্রথমত অনেকে জানে না কিভাবে এটি বানাবে , দ্বিতীয়ত অনেকে ওয়েবসাইট বানানোর খরচের কথা ভেবে পিছিয়ে যায় এবং শেষ কোডিং এর ভয়।
তবে আজ আমি সকলের সাথে আমার জীবনে প্রথম বানানো ওয়েবসাইট এর অভিজ্ঞতা শেয়ার করবো। সাথে সাথে কিভাবে ফ্রিতে একটি মাস্টার ক্লাস ওয়েবসাইট বানাতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল তুলে ধরবো।
আমার বানানো প্রথম ওয়েবসাইট
২০২০ এ যখন সবাই করোনাতে জর্জরিত আমি যখন কক্সবাজার এ আটকে পড়ি লকডাউনে। হাতে তখন অফুরন্ত সময়। হঠাৎ মাথায় ভুত চেপে বসলো ওয়েবসাইট বানানোর। অনেক ওয়েবসাইট আর YouTube এ ভিডিও দেখে যখন কোনো সমাধান পেলাম না তখন অন্ধকারে আলোর আশা পেলাম Shohag৩৬০ ভাই এর চ্যানেল থেকে। যেখানে তিনি ফ্রিতে ওয়েবসাইট বানানোর একটা সিরিজ আপলোড করেছিলেন। মূলত সেই ভিডিও দেখে আমি আমার প্রথম ওয়েবসাইট তৈরী করি।
তবে এটা সত্য, জ্ঞান আহরণ করতে আপনাকে পরিশ্রম করতেই হবে। আমি যদিও ভিডিও দেখে আমার প্রথম ওয়েব সাইট তৈরী করি তবে জ্ঞানের সল্পতার জন্য বিভিন্ন জায়গায় আমি বাধাগ্রস্থ হচ্ছিলাম। এবং শেষ অবদি আমি ওয়েবসাইট ডেভেলপ এন্ড ডিজাইন এর কোর্স করি।
মূল প্রসঙ্গে ফেরা যাক, ভিডিও দেখে যে ওয়েবসাইট টি বানিয়েছিলাম সেটি ছিল অসম্পূর্ন কারণ তখনও আমি SEO, গুগল এনালিটিক্স , এডসেন্স, XML সাইট , এসব সম্পর্কে অতটাও জ্ঞাত ছিলাম না। এই বিষয় সম্পর্কে জ্ঞান হলো, যখন মাথায় এই বিষয়ে ভুত চড়ল যে , কিভাবে ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করা যায়। শেষ অবদি আমার ওয়েবসাইট টি আমি সম্পূর্ণ করি। আগেই বলেছি এটি ছিল ফ্রি ওয়েবসাইট তবে এই ফ্রি ওয়েবসাইট আমাকে পরবর্তীতে প্রফেশনাল জগতে নিয়ে আসে।
ফ্রি ওয়েবসাইট ডেভেলপ টিউটোরিয়াল;
এখন ফ্রিতে ওয়েবসাইট বানানোর অনেক সাইট আছে যেখানে ফ্রি ডোমেইন এবং হোস্টিং এর মাধ্যমে সহজেই ওয়েবসাইট বানানো যায়। যেমন , ব্লগার , ওয়ার্ডপ্রেস, wix ইত্যাদি।
তবে যারা প্রথমবারের মতো নিজেই নিজের ওয়েবসাইট বানাতে চাই তাদের জন্য আমার মতে blogger বেস্ট সাইট। এটি ডেভেলপ করা অনেক সহজ সাথে কন্ট্রোলিং সিস্টেমও অনেক ভালো। তাই আমাদের প্রথম টিউটোরিয়াল blogger নিয়েই।
শুরু থেকেই শুরু করা যাক,
Blogger এমন একটি সাইট যেখানে C Panel এর সাথে সাথে সম্পূর্ণ থিম ফ্রি কন্ট্রোল করা যায়। সাথে সাথে বিভিন্ন ধরণের ওয়েবসাইট এর থিম একদম ফ্রি আপলোড করে নিজের মতো করে রিডিজাইন করে ব্যবহার করা সম্ভব।
ব্লগার দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করতে কিছু বিষয়ে খেয়াল রাখা অত্যাবশ্যক জরুরি।
- এমন একটি নাম নির্বাচন করা যা অন্য কেউ এখনো ব্যবহার করে নি।
- রিডিজাইন করতে java scripts এবং html সম্পর্কে বেসিক ধারণা থাকে।
- গ্রাফিক্স ডিজাইন এর বেসিক ধারণা।
ব্লগার একাউন্ট তৈরী এবং থিম নির্বাচন;
- Post - এই অপশন থেকে নতুন পোস্ট তৈরী, পুরাতন পোস্ট আপডেট , পোস্ট ডিলিট ইত্যাদি কাজ করা যায়।
- Stats - ওয়েবসাইট এর ভিউয়ার্স কাউন্ট, ফলোয়ার্স , কোন পোস্ট সর্বোচ্চ ভিউ হয়েছে সকল বিষয় এখানে দেখা যায়।
- Comments - কেউ কোনো পোস্টে কি কমেন্ট করেছে সেটি এই অপশন থেকে ভিউ এন্ড কন্ট্রোল করা যায়।
- Earnings - পেজ মনিটাইজেশন হলে কত নেট ইনকাম হচ্ছে সেটি এখানে দেখা যায়।
- Pages - ওয়েবসাইট এর ফিক্সড পেজ যেখানে ওয়েবসাইট এর ডিটেলস, প্রাইভেসি পলসি ,ইত্যাদি উল্লেখিত পোস্ট সংরক্ষণ এবং পাবলিশ করা হয়। এর কাজ পোস্ট অপশন এর মতোই। তবে এগুলো প্রাইভেট এরিয়া।
- Layout - ওয়েবসাইট এর থিম অনুযায়ী এই অপশন থেকে গ্যাজেট আপলোড, বার কন্ট্রোল, পোস্ট বার ক্রিয়েট করা যায়।
- Theme - নতুন থিম আপলোড , থিম কাস্টমাইজ , থিম HTML এডিট ইত্যাদি।
- Settings - ওয়েবসাইট এর সকল ইনসাইড সেটিংস।
- Reading list - এসোসিয়েটেড সকল ব্লগার সাইট এর পোস্ট ভিউ এরিয়া।
No comments:
Post a Comment